লিবিয়ায় অবৈধভাবে অবস্থান করা ৩০৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ প্রচেষ্টায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনালের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। সকাল ১০টা ৩০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়া সরকার প্রত্যাবাসন প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে কাজ করেছে বলে সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, ফিরিয়ে আনা অধিকাংশ নাগরিক মানবপাচারকারীদের প্রতারণার শিকার হয়েছিলেন। তাদের অনেককে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রাখা হয় এবং বেশ কয়েকজন শারীরিক নির্যাতনেরও শিকার হন।
দেশে ফেরার পর প্রত্যেককে আইওএম প্রাথমিক চিকিৎসা, খাবার এবং সহায়তা প্রদান করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিরে আসা নাগরিকদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ একই ধরনের প্রতারণার শিকার না হন।
লিবিয়ার আটককেন্দ্রগুলোতে থাকা বাকি বাংলাদেশিদেরও নিরাপদ প্রত্যাবাসনের উদ্যোগ অব্যাহত রয়েছে। সরকার জানিয়েছে, বিদেশে বিপদগ্রস্ত নাগরিকদের মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় দেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :