ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

নিরাপদ সড়ক দিবসে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা | অক্টোবর ১৯, ২০২৫, ০৫:৫০ পিএম নিরাপদ সড়ক দিবসে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

‘জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫’ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে রোড শো অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ রোড শো অনুষ্ঠিত হয়।

বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমানের দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি। রোড শোতে পুলিশ ট্রাফিক বিভাগ, স্থানীয় মালিক-শ্রমিক সংগঠন ও সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক সড়ক নিরাপত্তা বিষয়ে মাইকিং করে সচেতনতামূলক বার্তা প্রচার করেন এবং পথচারী ও চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিআরটিএ’র এ উদ্যোগ সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা এমন কার্যক্রম সারাদেশে নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

 

কালের সমাজ/ সাএ

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!