‘জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫’ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে রোড শো অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ রোড শো অনুষ্ঠিত হয়।
বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমানের দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি। রোড শোতে পুলিশ ট্রাফিক বিভাগ, স্থানীয় মালিক-শ্রমিক সংগঠন ও সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক সড়ক নিরাপত্তা বিষয়ে মাইকিং করে সচেতনতামূলক বার্তা প্রচার করেন এবং পথচারী ও চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিআরটিএ’র এ উদ্যোগ সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা এমন কার্যক্রম সারাদেশে নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
কালের সমাজ/ সাএ
আপনার মতামত লিখুন :