ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

কয়রায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বাজেট পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা | অক্টোবর ২৩, ২০২৫, ০২:০০ পিএম কয়রায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বাজেট পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

কয়রায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বাজেট পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ-এর অ্যাক্সেস প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম লুৎফর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব কামরুল হাসানের সঞ্চালনায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি, বিভিন্ন খাতের ব্যয় ও অর্জন মূল্যায়ন এবং জনগণের মতামত গ্রহণের মাধ্যমে বাজেট পর্যালোচনা করা হয়।

কর্মশালায় বাজেট মনিটরিং ক্লাব, মা সংসদ, সিবিও সদস্য, স্বাস্থ্য গ্রাম দলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের পটভূমি, স্থায়ী কমিটির কার্যক্রম এবং বাজেট রিভিউ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ জনগণের কাছে বাজেটের গুরুত্ব ও স্বচ্ছতা তুলে ধরা হয়, যাতে তারা সহজে বুঝতে ও অংশগ্রহণ করতে পারেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল কালাম শেখ, আবু হুরায়রা খোকন, নাজমুস সাদাত, মোস্তফা শফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ ও মুর্শিদাবাদ বেগম। এছাড়াও ড্রপ-এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মশিউর রহমান ও রাজিয়া সুলতানা কর্মশালায় অংশ নেন।

কর্মশালাটি বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মত প্রকাশ করেন।
 

 

কালের সমাজ/ সাএ

 

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!