ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | অক্টোবর ২৪, ২০২৫, ০২:১৯ পিএম ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ২০

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে কুরনুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেটি বাসের নিচে আটকে যায়। এর পরপরই আগুন ধরে পুরো বাসটি মুহূর্তের মধ্যে পুড়ে যায়।

কুরনুল জেলার পুলিশ সুপার বিক্রান্ত পাতিল জানান, “দুর্ঘটনাটি ভোর তিনটার দিকে ঘটে। মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর স্ফুলিঙ্গ থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। যাত্রীরা জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন, কয়েকজন বেঁচে গেছেন।”

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে চালক ও সহকারীদেরসহ ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় অধিকাংশই ঘুমিয়ে থাকায় অনেকেই বের হতে পারেননি।

দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এরই মধ্যে অন্তত ২০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত ১৫ জনকে নিকটস্থ সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চালক দুর্ঘটনার পর পালিয়ে যায়। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন লাগার কারণ তদন্ত করছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজও চলছে।

Side banner
Link copied!