হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেলে দুইজন বিমানবন্দর কর্মী নিহত হয়েছেন। প্লেনটির চার ক্রু সদস্য জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
দুর্ঘটনাকবলিত এয়ার এ সি টি কার্গো বিমানটি এমিরেটসের ইকেএ ৯৭৮৮ ফ্লাইট পরিচালনা করছিল। এটি দুবাই থেকে হংকং পৌঁছায় ভোর ৩টা ৫০ মিনিটে। অবতরণের সময় উত্তর দিকের রানওয়েতে থাকা একটি যানবাহনের সঙ্গে ধাক্কা লাগলে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়।
সাউথ চায়না মর্নিং পোস্ট পুলিশের বরাতে জানিয়েছে, ধাক্কায় রানওয়ে সংলগ্ন যানবাহনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে থাকা দুই কর্মী নিহত হন।
হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পর গ্রাউন্ড স্টাফদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তারা পরে মারা যান। চারজন ক্রু সদস্য আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনার পর বিমানবন্দরের উত্তর রানওয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, যদিও অন্য দুটি রানওয়ে চালু রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ঘটনায় বিস্তারিত জানাতে বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে।
কালের সমাজ/এ.জে
আপনার মতামত লিখুন :