ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

শিগগিরই হচ্ছে না ট্রাম্প-পুতিন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | অক্টোবর ২২, ২০২৫, ০৮:৪৫ এএম শিগগিরই হচ্ছে না ট্রাম্প-পুতিন বৈঠক

ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণায় মস্কোর অনাগ্রহের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটনের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউসের কর্মকর্তারা।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্স-কে বলেন, “ইউক্রেনে অন্তত সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার শর্তে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু মস্কো এতে রাজি হয়নি। তাই বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে।”

তিনি আরও জানান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সম্প্রতি টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। ওই আলাপেই যুক্তরাষ্ট্র জানায়— যুদ্ধবিরতি ছাড়া ট্রাম্প-পুতিন বৈঠক হবে না। পরে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি সম্ভব নয়। এর পরই ওয়াশিংটন স্থগিতের ঘোষণা দেয়।

২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে “প্রথম অগ্রাধিকার” বলে ঘোষণা দেন।

এর পর থেকে একাধিকবার টেলিফোনে পুতিনের সঙ্গে কথা বলেন ট্রাম্প। গত ১৫ আগস্ট আলাস্কায় দুই নেতার মুখোমুখি বৈঠকও হয়, যদিও তাতে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, চলতি অক্টোবরের শেষ দিকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসবেন তিনি। তবে দিনক্ষণ জানাননি।

বৈঠক স্থগিতের ঘোষণার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি কোনো ফলহীন বৈঠক করতে চাই না। তাই সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “তবে সিদ্ধান্তটি স্থায়ী নয়। পরবর্তী দুই দিনে পরিস্থিতি পরিবর্তিতও হতে পারে— সবাই সেটার দিকে নজর রাখুন।”

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্টের বিনিয়োগবিষয়ক প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, “দুই দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা এখনও উন্মুক্ত। বৈঠক বাস্তবায়নে রাশিয়ার প্রস্তুতি অব্যাহত রয়েছে।”

Side banner
Link copied!