ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

গৌরীপুরে ভেজাল পশু খাদ্য ও ঔষধ উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | অক্টোবর ১৬, ২০২৫, ০৭:৩৪ পিএম গৌরীপুরে ভেজাল পশু খাদ্য ও ঔষধ উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা

ময়মনসিংহের গৌরীপুরে মাস্টার পাড়ায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে মোবাইল কোট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি, সুনন্দা সরকার প্রমা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন এই উৎপাদনকৃত ঔষধ যদি কোন পশুকে খেতে দেয়া হয় তবে সেই পশু বিষক্রিয়া হয়ে মরে যাবে। প্রাণিসম্পদ কর্মকর্তা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলেন কোন সচেতন মানুষ এরকম জঘন্য কাজ করতে পারে না। 
উৎপাদন লাইসেন্স বিহীন, ভেজাল পশু খাদ্য ও ঔষধ উৎপাদন, বাজারজাতকারী কোম্পানি হল সলিড ফার্মা।
কোম্পানির মালিক মোঃ মুজাব্বির হোসেন খান, পিতা মোঃ নুরুল হুদা, মাতা মমতাজ বেগম, গ্রাম মুখুরিয়া,৩ নং অচিন্ত্যপুর ইউনিয়ন নামীয় ব্যাক্তি অনেকদিন যাবত মাস্টারপাড়ায় একটি ঘর ভাড়া নিয়ে ভেজাল পশু খাদ্য,  ঔষধ উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন। ঔষধ আমদানি ও রপ্তানির বৈধ কাগজপত্র থাকলেও নেই কোন উৎপাদন লাইসেন্স। তবুও সে নিম্নমানের ভেজাল ওষুধ উৎপাদন ও বাজারজাত করে আসছে।
লাইসেন্সবিহীন ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রয়ের দায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা, অভিযুক্ত ব্যক্তির প্রায় চার লক্ষ টাকার মালামাল পুড়িয়ে ধ্বংস করে দেন এবং ১০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা আদায় করেন। 
উৎপাদন লাইসেন্স না করে নতুন করে পণ্য উৎপাদন করা থেকে বিরত থাকার জন্য অভিযুক্ত ব্যক্তি কে নির্দেশ প্রদান করেন। 

 

কালের সমাজ/ সাএ

 

Side banner
Link copied!