ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

এনসিপি ছাড়ছেন জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা আহম্মদ হামীম রাহাত

জেলা প্রতিনিধি,খুলনা | অক্টোবর ২৫, ২০২৫, ০৪:১৫ পিএম এনসিপি ছাড়ছেন জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা আহম্মদ হামীম রাহাত

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সম্মুখ যোদ্ধা এবং অভ্যুত্থান-পরবর্তী খুলনার রাজপথের অতি পরিচিত মুখ আহম্মদ হামীম রাহাত ‘জাতীয় নাগরিক কমিটি (এনসিসি)’-কে কেন্দ্র করে গড়ে ওঠা রাজনৈতিক দল ‘ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’ থেকে সরে আসছেন বলে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি বর্তমানে এনসিপি খুলনা মহানগরীর অন্যতম সংগঠকের দায়িত্বে আছেন।


​জানা যায়, শুধু আহম্মদ হামীম রাহাতই নন, তার সঙ্গে খুলনা জেলা সমন্বয় কমিটির একাধিক নেতাসহ মহানগরীর শতাধিক এনসিসি ও এনসিপি সংগঠকের দল ত্যাগের বিষয়টিও আলোচনায় রয়েছে। অভ্যন্তরীণ সূত্রে এই গুঞ্জন আরও ডালপালা মেলেছে।


​সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আহম্মদ হামীম রাহাত তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এনসিপি-কে নিয়ে একটি পোস্ট দেন। ধারণা করা হচ্ছে, সেই পোস্টটিই দল থেকে তার সরে আসার গুঞ্জনকে আরও বেশি জোরালো করেছে। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট নেতা বা এনসিপি‍‍`র পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই আন্দোলনের অন্যতম মুখ এবং দলের প্রভাবশালী এই সংগঠকের এমন সিদ্ধান্ত কার্যকর হলে তা খুলনায় এনসিপি‍‍`র সাংগঠনিক কাঠামোতে একটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

 

কালের সমাজ/ সা এ 

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!