টাঙ্গাইলে জেলা বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে নির্বাচনী শোডাউন করা হয়েছে। এছাড়া বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে বিএনপি`র লিফলেট বিতরণ করা হয়েছে। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার মানুষজন অংশগ্রহণ করে।
শনিবার রাতে বিশাল শোডাউনটি পৌরসভার শান্তিকুঞ্জ মোড় থেকে শুরু হয়ে নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড হয়ে পুনরায় নিরালামোড়ের শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীমসহ বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। তারেক রহমানের ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। এ লক্ষে আমরা কাজ করছি।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :