ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

রংপুর চিড়িয়াখানার শিশুপার্কে মিনিট্রেনে চাপা পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি,রংপুর | অক্টোবর ২৬, ২০২৫, ০২:০৮ পিএম রংপুর চিড়িয়াখানার শিশুপার্কে মিনিট্রেনে চাপা পড়ে শিশুর মৃত্যু

রংপুর চিড়িয়াখানার শিশু পার্কে মিনি ট্রেনে উঠতে গিয়ে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চিড়িয়াখানার ভিতর অস্থায়ী বিনোদন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিশু নিহতের কথা কোতোয়ালি থানা পুলিশ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ স্বীকার করলেও পুলিশ বলছে ঘটনার পরপরই লাশ নিয়ে তার বাবা চলে যাওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে চিড়িয়াখানার কিউরেটর বলেছেন শিশুটির  বাড়ি লালমনিরহাট জেলায়। বাবা মায়ের সাথে চিড়িয়াখানায় ঘুরতে এসেছিল। 


প্রত্যক্ষদর্শী ও চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, দুপুর একটার দিকে কয়েকজন শিশু পার্কের ভেতরে স্থাপিত ছোট আকৃতির মিনি রেলে চড়ে  ঘুরছিল। এ সময় হঠাৎ লাইন স্লিপ করে একটি বগি লাইন চ্যুত হয়ে পড়ে এবং নিচে চাপা পড়ে শিশুটি মারা যায়। স্থানীয়রা শিশুটিকে দ্রুত উদ্ধার করে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


রংপুর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ যাওয়ার আগেই সজনরা লাশ নিয়ে চলে যাওয়ায় পরিচয় জানা সম্ভব হয়নি। এদিকে চিড়িয়াখানার কিউরেটর ডাক্তার মোঃ ওমর আলীও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তাছাড়াও রমেক হাসপাতালের সরদার রুমে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানেও শিশুর মৃত্যুর বিষয়টি নথিতে তোলা হয়নি ।

 

কালের সমাজ/ সাএ

 

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!