ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

দুই দশক পরও বিচারহীন রক্তাক্ত ২৮ অক্টোবর: মান্দায় জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি, নওগাঁ | অক্টোবর ২৮, ২০২৫, ০৬:০৮ পিএম দুই দশক পরও বিচারহীন রক্তাক্ত ২৮ অক্টোবর: মান্দায় জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ

নওগাঁর মান্দায় “রক্তাক্ত ২৮ অক্টোবর” উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ব্যাপক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশাল বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর প্রসাদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা আমির ডাঃ আমিনুল ইসলাম সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ও ৪৯ নওগাঁ-৪(মান্দা) আসনে এমপি প্রার্থী খন্দকার আব্দুর রকিব। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, মাস্টার রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, ৪ নং সদর ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দুই দশক পার হলেও ২০০৬ সালের ২৮ অক্টোবরের রক্তাক্ত লগি-বৈঠা তাণ্ডবের বিচার আজও হয়নি। তারা অভিযোগ করেন, ওইদিন পল্টনে শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে লগি বৈঠা দিয়ে সাপের মত জামায়াত-শিবির ৯ জনকে হত্যা করা হয় এবং লাশের ওপর নৃত্য করে উল্লাস প্রকাশ করা হয়। বক্তারা লগি বৈঠা আন্দোলনের হুকুমদাতা শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবি জানান।

 

কালের সমাজ/ সাএ

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!