হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বানারীপাড়া উপজেলা শাখার উদ্যোগে “জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) মরহুম আব্দুল হাকিম সরদার হাফিজি নুরানী মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. কবির সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের সমাজের মহাব্যবস্থাপক আলহাজ্ব মো. আবুল কালাম ও হাফেজ কারী মোহাম্মদ ফয়জুল্লাহ বিন হোসাইন, সাধারণ সম্পাদক, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বরিশাল জেলা জোন-২। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উলামায়ে কেরাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মুফতি মিজানুর রহমান, সভাপতি, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বানারীপাড়া উপজেলা শাখা।
প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন। কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দৈনিক কালের সমাজের মহাব্যবস্থাপক আলহাজ্ব মো. আবুল কালাম। পাশাপাশি, অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মাননা স্মারকও প্রদান করা হয়।
বিজয়ীরা আগামী ৮ নভেম্বর বরিশাল জেলার কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে পবিত্র কুরআনের শিক্ষা ও চর্চায় উদ্বুদ্ধ করতেই এই আয়োজন করা হয়েছে।
কালের সমাজ/এ.জে


আপনার মতামত লিখুন :