ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ৩১, ২০২৫, ০৬:৫৩ পিএম শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

‘জয় বাংলা ব্রিগেড’ সংক্রান্ত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ২৬১ জনকে পলাতক হিসেবে ঘোষণা করে সিআইডি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আদালতের নির্দেশে এই বিজ্ঞপ্তি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় ছাপা হয়েছে।

সিআইডির মিডিয়া বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, সিআরপিসি ১৯৬ ধারার অধীনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে সিআইডি ওই মামলা দায়েরের অধিকার পায়। তদন্তে দেখা যায়, ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশীয় সরকার উৎখাতের জন্য দেশ-বিদেশে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল।

পরবর্তী তদন্তে সিআইডি সাবেক প্রধানমন্ত্রীসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দায়ের করে। মামলার সময় বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে ফরেনসিক বিশ্লেষণ সম্পন্ন করা হয়েছে।

গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান পলাতক আসামিদের তালিকা প্রকাশের আদেশ দেন। সেই অনুযায়ী সিআইডি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে।

Side banner
Link copied!