ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার বিকেলে জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিকেলের শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলিপুর গোরস্থানের সামনে নওয়াব আলী টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এম. এম. ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন সিনিয়র সহ-সভাপতি কে. এম. জাফর, সহ-সভাপতি দিদারুল মাহমুদ (টিটু) জিহাদ হোসেন সহ-সাধারণ সম্পাদক, কামাল হোসেন মোল্লা যুবদল নেতা, মোহাম্মদ আশফাক যুবদল নেতা।এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ, সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম তালুকদার, এবং সাংগঠনিক সম্পাদক বি. এম. নাহিদুল ইসলাম সহ জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ । আলোচনা সভা পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
বক্তারা জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় ইতিহাস ও সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরে বলেন, ফরিদপুরে যুবদল ও মহানগর যুবদল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ষড়যন্ত্রকারীরা বিদেশে বসে দেশবিরোধী তৎপরতা চালাচ্ছে—তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।”
বক্তারা দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, তার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। ফরিদপুরের প্রতিটি আসনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করাই হবে আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানের আগে শহরের বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুন ও বাদ্যযন্ত্রসহ একাধিক মিছিল এসে কর্মসূচিতে যোগ দেয়, এতে পুরো এলাকা উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :