বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম প্রশংসনীয়।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার জামগড়া সামাজিক কনভেনশন হলে এই ক্যাম্পের আয়োজন করে জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায়, ৮১ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে সাভার সেনানিবাসের ৬ জন চিকিৎসক অংশ নেন। এর মধ্যে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক—চক্ষু, চর্ম, গাইনী ও মেডিসিন বিভাগের—তারা ৫০০-রও বেশি দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ সজিবুল ইসলাম, মেজর মোঃ শোভন কবির, ক্যাপ্টেন মোহাম্মদ সোহাগসহ সেনাবাহিনীর আরও কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জামগড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক বলেন,
বাংলাদেশ সেনাবাহিনী শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, সাধারণ মানুষের কল্যাণেও নিবেদিত। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতেই এই চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এই উদ্যোগে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন। এলাকার অনেক দরিদ্র পরিবার যাদের পক্ষে চিকিৎসার খরচ বহন করা কঠিন, তারা এই ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেন।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :