ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

মান্দায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, নওগাঁ | অক্টোবর ২৮, ২০২৫, ০৬:১৭ পিএম মান্দায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।


আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ) বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চৌরাস্তার মোড়ে সমাবেশে মিলিত হয়।

 

উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মুস্তাকিম আহম্মেদ নিপু।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, মিজানুর রহমান নান্টু ও এনামুল হক , সদস্য শান্ত মোল্লা , উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক প্রমুখ।

 

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তারা ধানের শীষের পক্ষে কাজ করার ও বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

 

কালের সমাজ/ সাএ

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!