সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬)-এর নির্বাহী কমিটির একটি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, সদস্যদের পেশাগত সুযোগ-সুবিধা এবং ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাদাকাত আলী খান। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।
উপস্থিত ছিলেন, সহ-সভাপতি: মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক: মাহফিজুল ইসলাম রিপন, অর্থ সম্পাদক আব্দুস সালাম, এছাড়াও নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কার্যনির্বাহী কমিটির এই সভায় ইউনিয়নের সদস্যদের কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে জোর দেওয়া হয়। পাশাপাশি, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত নির্বাহী কমিটির সদস্যগণ সংগঠনের লক্ষ্য অর্জনে তাঁদের ঐক্যবদ্ধ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সভাপতি মোহাম্মদ সাদাকাত আলী খান তাঁর বক্তব্যে সংগঠনের সকল সদস্যকে পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করার এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ইউনিয়নকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :