সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়কের পাশে পড়ে থাকা এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সিরাজুল মণ্ডল (২৫)। তিনি উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে এক যুবকের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত সিরাজুলের ভাই আজিজুল মণ্ডল জানান, “আমার ভাই দীর্ঘদিন প্রবাসে ছিল। কয়েক মাস আগে দেশে ফিরে আসে। মঙ্গলবার সন্ধ্যায় কেউ একজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর ফেরেনি। সকালে শুনি, রাস্তার পাশে তার লাশ পাওয়া গেছে।”
স্থানীয়দের ভাষ্য, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আছলাম আলী বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :