ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য আবু হাসানের সংবাদ সম্মেলন

কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা | অক্টোবর ৩০, ২০২৫, ০৭:২৩ পিএম কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য আবু হাসানের সংবাদ সম্মেলন

কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু হাসানের বিরুদ্ধে একটি নামসর্বস্ব পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও কুরুচিপূর্ণ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য আবু হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “সম্প্রতি নামসর্বস্ব একটি পত্রিকায় আমার বিরুদ্ধে যে অভিযোগ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে।”

তিনি আরও বলেন, “উক্ত সংবাদে পানির ট্যাংকি বিতরণে অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কখনও এমন কোনো অনিয়মে জড়িত ছিলাম না এবং ভবিষ্যতেও থাকব না। আমার ওয়ার্ডের কেউ এ ধরনের অভিযোগ প্রমাণ করতে পারবে না।”

আবু হাসান দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষরা তাকে হয়রানি করার উদ্দেশ্যে এসব মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সংবাদ প্রকাশের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আমার মানসম্মান নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।”

সংবাদ সম্মেলনে তিনি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

 

কালের সমাজ/ সাএ

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!