বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তার ব্যক্তিগত কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “যারা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ সৃষ্টি না হয় — সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি ব্যক্তিগতভাবে সব সময় তাদের পাশে থাকব এবং ভবিষ্যতেও সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :