আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত দেড় বছরে ২ হাজারের বেশি আন্দোলন-বিক্ষোভের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি-দাওয়া জানানো হয়েছে। নায্য দাবিতে সবসময়ই সাড়া দিয়েছে সরকার এবং আলোচনা করে সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে।
কিন্তু এখন নির্বাচনমুখী সময় চলছে উল্লেখ করে দাবি-দাওয়া নির্বাচন পরবর্তী সরকারের কাছে জানানোর জন্য আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ সময়ের মধ্যে কেউ দাবি-দাওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি বা নির্বাচনী পরিবেশ নষ্ট করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ার করেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর করার দিকে মনোনিবেশ করছে সরকার। তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী এ পরিবেশ নিশ্চিতে কাজ করবে।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :