ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

এনসিপির প্রার্থী তালিকায় নেই সেই রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ১০, ২০২৫, ০৩:২৭ পিএম এনসিপির প্রার্থী তালিকায় নেই সেই রিকশাচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপে ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এই তালিকা প্রকাশ করেন।

তবে আলোচিত রিকশাচালক সুজনের নাম এই প্রাথমিক প্রার্থী তালিকায় স্থান পায়নি। গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের প্রতি স্যালুট দিয়ে ব্যাপক সমর্থন ও আলোচনায় আসা সুজন ঢাকা-৮ আসনের জন্য গত ২০ নভেম্বর এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু দলের প্রাথমিক তালিকায় তার নাম নেই।

এ বিষয়ে সদস্য সচিব আখতার হোসেন জানান, মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ হয়েছে এবং আজকের তালিকা তাদের প্রাথমিক মনোনীত প্রার্থীদের নাম। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে।

এনসিপির এ প্রাথমিক তালিকা চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পূর্বসুরী হিসেবে কাজ করবে। আগামী নির্বাচনে দলটি কতটা সাফল্য অর্জন করতে পারে, তা সময়ই বলবে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!