ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

পুরান ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ১০, ২০২৫, ০৪:০৫ পিএম পুরান ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

রাজধানীর সূত্রাপুর এলাকায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাঈদ মামুন (৫০) নামে একজন নিহত হয়েছেন।

ঘটনা ঘটে সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই হাফিজ বলেন, “আমার ভাই একজন সাধারণ মানুষ। তিনি কোনো রাজনীতি বা সংঘর্ষের সঙ্গে যুক্ত ছিলেন না। কে বা কেন তাকে হত্যা করেছে, তা আমাদের জানা নেই।”

ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, গোলাগুলির শব্দে হাসপাতালের সামনে এসে রাস্তায় রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে দেখেন। পরে তাকে প্রথমে হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থা অবনতি হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

কালের সমাজ/ সাএ

Side banner
Link copied!