ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

রাজধানীর বাড্ডায় যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ১২, ২০২৫, ০৪:০০ পিএম রাজধানীর বাড্ডায় যুবককে গুলি করে হত্যা

রাজধানীর মধ্য বাড্ডার কমিশনার গলিতে গুলিতে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

নিহত মামুনের গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার আলগি গ্রামে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভোরের কোনো এক সময় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা মামুনকে গুলি করে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কে বা কারা এ ঘটনায় জড়িত, তা এখনও নিশ্চিত নয়।

ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি পেশায় শ্রমজীবী ছিলেন। তিনি যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, সেখানে স্থায়ীভাবে থাকতেন না। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ একাধিক টিম মাঠে নেমেছে।”

পুলিশ জানায়, ঘটনাস্থলটি মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেসের নিচতলায়। সেখানে গুলির শব্দে স্থানীয়রা বাইরে বের হয়ে মামুনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

কালের সমাজ/ সাএ

Side banner
Link copied!