ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

দৌলতদিয়া পতিতা পল্লীর প্রভাবশালী সর্দারনী ঝুমুর মাদকসহ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি,রাজবাড়ী মার্চ ১৭, ২০২৫, ১০:৪২ এএম দৌলতদিয়া পতিতা পল্লীর প্রভাবশালী সর্দারনী ঝুমুর মাদকসহ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতা পল্লীর প্রভাবশালী সর্দারনী ঝুমুর বেগম (৪২) কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।  রবিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন হোটেল নিরালা বোডিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দেশী ও বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ঝুমুর বেগম গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সোহরাব মন্ডলের গ্রামের মৃত সোনাই শেখের মেয়ে ও দৌলতদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল ফকিরের স্ত্রী।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,  গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন হোটেল নিরালা বোডিং এর নিচ তলার ৭নং রুমের ভিতর হতে দৌলতদিয়া পতিতা পল্লীর প্রভাবশালী সর্দারনী ঝুমুর বেগমকে দেশী ও বিদেশি মদ সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ইতিপূর্বে ঝুমুরের নামে গোয়ালন্দ ঘাট থানায় দুটি মানব পাচার আইনে মামলা ছিলো। এর মধ্যে একটি থেকে সে অব্যহতি পাই। বাকি একটি মামলার এজাহার নামীয় আসামি সে। গ্রেপ্তারকৃত ঝুমুরকে আদালতে প্রেরন করা হইয়াছে।

উল্লেখ্য, ঝুমুর বেগম দৌলতদিয়া পতিতা পল্লীর একজন প্রভাবশালী সর্দারনী। তার নেতৃত্বে দৌলতদিয়া পতিতা পল্লীর ভেতর রমরমা মাদক ব্যবসা পরিচালিত হতো। আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ হওয়ার কারণে সে ধরাছোঁয়ার বাইরে ছিলো।

 


কালের সমাজ// এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর