ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
রামপালে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও

মাদকের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

খান আশিকুজ্জামান, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি এপ্রিল ১৫, ২০২৫, ১১:২৪ এএম মাদকের বিরুদ্ধে  সচেতন নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটের রামপালে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, নৈরাজ্য এবং মাদকের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পেড়িখালী ইউনিয়নের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শুকুর আলী।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান তুহিন এবং পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, সমাজে চলমান সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল ও মাদকের বিস্তার জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এই অবস্থার পরিবর্তনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সচেতন হতে হবে। তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

 

 

কালের সমাজ// এ.জে

Side banner