ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই দুই দেশ `পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি`তে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।”
যদিও এ বিষয়ে এখনো ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সাম্প্রতিক সময়ে দুই দেশের সীমান্তে উত্তেজনা চরমে ওঠে, যেখানে পাল্টাপাল্টি ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ দেখা দেয় এবং বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়।
ট্রাম্পের এই ঘোষণার পর আন্তর্জাতিক বিশ্লেষকরা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং আশা করছেন—এই যুদ্ধবিরতি বাস্তবায়ন হলে উপমহাদেশে স্থিতিশীলতা ফিরতে পারে।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :