ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লাসজলো

আন্তর্জাতিক ডেস্ক | অক্টোবর ৯, ২০২৫, ০৫:৩১ পিএম সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লাসজলো

এ বছরের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির খ্যাতনামা লেখক লাসজলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি এক ঘোষণায় তার নাম প্রকাশ করে।

অসামান্য সাহিত্যকীর্তি ও সৃষ্টিশীল অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

সাহিত্যের নোবেল বিজয়ীদের তালিকা সাধারণত অত্যন্ত গোপন রাখা হয় — সুইডিশ অ্যাকাডেমি ৫০ বছর পর্যন্ত মনোনয়ন সংক্রান্ত তথ্য প্রকাশ করে না, ফলে আগেভাগে অনুমান করা প্রায় অসম্ভব হয়ে ওঠে।

নোবেল পুরস্কারের ইতিহাস অনুযায়ী, ১৯০১ সাল থেকে এ পর্যন্ত মোট ১১৭ বার সাহিত্যে নোবেল প্রদান করা হয়েছে। এ সময়ের মধ্যে ১২১ জন সাহিত্যিক এ মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন, যাদের মধ্যে ১৮ জন নারী। এছাড়া চারবার যৌথভাবে একাধিক লেখককে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

 

 

কালের সমাজ/ সাএ

 

Side banner
Link copied!