ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে ৪ টি সংসদীয় আসন বহাল

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ১০, ২০২৫, ০৫:৫৭ পিএম ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে ৪ টি সংসদীয় আসন বহাল

বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে জেলাটির চারটি আসন বহাল রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ নভেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর আদালত রুল জারি করে জানতে চান, কেন বাগেরহাটের চারটি আসন বহাল রাখার নির্দেশ দেওয়া হবে না এবং কেন ইসির তিন আসনের গেজেট অবৈধ ঘোষণা করা হবে না।

রিট দায়ের করেছিলেন বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জেলা ট্রাক মালিক সমিতি। রিটে সরকার ও প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩০ জুলাই ইসি প্রাথমিকভাবে বাগেরহাটের চার আসন থেকে একটি কমানোর প্রস্তাব দেয়। স্থানীয় রাজনৈতিক দল ও নাগরিক সমাজের তীব্র বিরোধিতা সত্ত্বেও ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি, যেখানে বাগেরহাটকে তিনটি আসনে পুনর্গঠন করা হয়।

হাইকোর্টের রায়ের ফলে এখন বাগেরহাটে আগের মতোই চারটি আসন—বাগেরহাট-১, ২, ৩ ও ৪—বহাল থাকবে।

 

কালের সমাজ/ সাএ

Side banner
Link copied!