ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

সচিবলায় অভিমুখী সড়কে অবস্থান শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ৮, ২০২৫, ০১:৫১ পিএম সচিবলায় অভিমুখী সড়কে অবস্থান শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

শিক্ষা ভবনের পাশের সংযোগ সড়ক থেকে সচিবলায় অভিমুখী সড়কে অবস্থান নিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা। এতে হাইকোর্ট মোড় থেকে সচিবালয় অভিমুখে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা শিক্ষাভবনের সামনের সড়কে বসে পড়েছেন। পুলিশ সামনে ব্যারিকেড দিয়ে বাধা তৈরি করেছে। এতে এই লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তারা ‍‍`রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ‍‍`, ‍‍`লিখে রাখো বাংলাদেশ, ঢাকেবি গড়বে দেশ‍‍`সহ একাধিক স্লোগান দিচ্ছেন।

প্রসঙ্গত, রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের পর রাতভর শিক্ষাভবন মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার। পরে একদল শিক্ষার্থী রাতে মোড়েই কাঁথা বিছিয়ে ঘুমান। সকাল থেকে অন্যরা পুনরায় জড়ো হওয়া শুরু করেছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা এক দফা দাবি বাস্তবায়ন ছাড়া ফিরে যাবেন না।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!