ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

বিটিভি-বেতারকে তফসিল রেকর্ডের প্রস্তুতি নিতে ইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ৮, ২০২৫, ০৩:০৭ পিএম বিটিভি-বেতারকে তফসিল রেকর্ডের প্রস্তুতি নিতে ইসির চিঠি

বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে তফসিল রেকর্ড করতে প্রস্তুত থাকতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করেছে।

বিটিভি ও বাংলাদেশ বেতারকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এজন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে কমিশন, যেন তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড করে প্রচার করা যায়।

ইসি সচিব আখতার আহমেদ জানান, আগামী ১০ ডিসেম্বর ভাষণ রেকর্ড করার সিদ্ধান্ত হয়েছে। এদিন রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন সিইসিসহ ফুল কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই রেওয়াজ অনুযায়ী জাতির উদ্দেশে দেয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল দেন সিইসি।

জানা গেছে, ভাষণটি রেকর্ডের পরপরই প্রচার করা হতে পারে।

এ নিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। আর নির্বাচন হতে পারে ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!