শীতের দাপট দিন দিন আরও তীব্র হচ্ছে পঞ্চগড়ে। দেশের সর্ব উত্তরের এ জেলায় টানা তিন দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা নামছিল ১০ দশমিক ৬ ডিগ্রিতে, তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, দিনের বেলায় রোদেলা আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে।
এদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে শীতজনিত রোগের প্রকোপও। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে সর্দি–কাশি, জ্বর, নিউমোনিয়া ও অ্যালার্জিজনিত সমস্যা নিয়ে। স্থানীয় হাসপাতালগুলোতে এসব রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, টানা তিন দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে, ফলে শীতের তীব্রতা বাড়বে।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :