ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

সুযোগ নষ্টের খেসারত দিতে হলো রিয়ালকে

স্পোর্টস ডেস্ক | ডিসেম্বর ৮, ২০২৫, ১১:২৪ এএম সুযোগ নষ্টের খেসারত দিতে হলো রিয়ালকে

সুযোগ নষ্টের খেসারতই দিতে হলো রিয়ালকে। লা লিগায় দীর্ঘ ১৮ বছর পর মাদ্রিদের মাঠে জয় তুলে নিল সেল্তা ভিগো।

রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে যা দেখাল, তা এক কথায় হতাশার। পুরো ম্যাচ জুড়ে ছন্দহীন খেলল জাবি আলোন্সোর দল। আক্রমণে দাপট দেখালেও গোলের সামনে এসে বারবার ব্যর্থ হলো এমবাপ্পে-ভিনিসিয়ুসরা।

রোববার রাতে সেল্তা ২-০ ব্যবধানে হারায় রিয়ালকে। দ্বিতীয়ার্ধে বদলি নেমেই দলকে এগিয়ে দেন সুইডিশ অ্যাটাকিং মিডফিল্ডার ভিলিয়ত। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তিনি দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

La Liga: Two Sent Off For Real Madrid In Celta Defeat | Football News

বল দখলে রিয়াল এগিয়ে থাকলেও মাঠে দাপট ছিল সেল্তার। স্বাগতিকদের ২৩ শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ৭টি। বিপরীতে সেল্তার ৭ শটের ৫টিই ছিল পোস্টমুখী।

ম্যাচের শুরু থেকেই রিদম খুঁজে পাচ্ছিল না রিয়াল। তার ওপর বড় ধাক্কা আসে প্রথমার্ধেই। বল দখলের লড়াইয়ে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন এদের মিলিতাও। পরে বদলি নামে আন্তোনিও রুডিগার।

প্রথমার্ধে দুই দলই কয়েকটি করে সুযোগ পেলেও গোলের দেখা মেলেনি কারও। দ্বিতীয়ার্ধে শুরু হতেই সেল্তার আক্রমণ তীব্র হয়। ৫৩ মিনিটে সারাগোসার পাস থেকে ব্যাকহিল ফ্লিকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে নেন ভিলিয়ত।

এরপর রিয়ালের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। ফ্রান গার্সিয়া পরপর দুই মিনিটে দুইটি ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জন নিয়ে খেলতে হয় ক্লাবটিকে।

৭৫ মিনিটে সমতার সুযোগ পান এমবাপ্পে। চুয়ামেনির লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে চিপ করলেও বল লাগে জালের ওপরের অংশে। এরপর ৮৮ মিনিটে গার্সিয়ার হেডও যায় বাইরে। সেই সুযোগ নষ্টের মাশুল গুণতে হয় রিয়ালকে।

Nine-man Real Madrid falls to Celta Vigo for first home loss of season

যোগ করা সময়ের প্রথম মিনিটে আরেক ডিফেন্ডার আলভারো কারেরাসও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ৯ জনের রিয়াল তখন বিপর্যস্ত। আর সেই সুযোগেই দ্বিতীয় গোল করে সেল্তার জয় নিশ্চিত করেন ভিলিয়ত। ইয়াগো আসপাসের পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে ঠান্ডা মাথায় ফিনিশ করেন তিনি।

এই হার রিয়ালের জন্য বড় ধাক্কা। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তারা এখনো দুই নম্বরে। তবে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান আবারও ৪ পয়েন্টে দাঁড়াল। সেল্তা ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে উঠেছে।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।


কালের সমাজ/এসআর

Side banner
Link copied!