ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

প্রযুক্তিনির্ভর নারী নির্যাতন রোধে শূন্য সহনশীলতার ঘোষণা

জেলা প্রতিনিধি, পিরোজপুর | ডিসেম্বর ১৭, ২০২৫, ০১:৫৮ পিএম প্রযুক্তিনির্ভর নারী নির্যাতন রোধে শূন্য সহনশীলতার ঘোষণা

প্রযুক্তির অপব্যবহারে নারী ও কণ্যাশিশুর প্রতি সহিংসতা নতুন রূপ নিয়েছে- এ বাস্তবতায় অনলাইন ও অফলাইনে সব ধরনের নির্যাতনরোধে শূন্য সহনশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে পিরোজপুরে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পিরোজপুর প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, ভুক্তভোগীর অভিজ্ঞতা ও কণ্ঠস্বরকে কেন্দ্র করে কার্যকর নীতি ও কর্মসূচি গ্রহণ না করলে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধ করা সম্ভব নয়।

বক্তারা আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে পুরুষ ও ছেলেশিশুকে পরিবর্তনের অংশীদার হিসেবে যুক্ত করে ন্যায়ভিত্তিক, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান বলেন, প্রযুক্তিনির্ভর সহিংসতা দমনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী এম এ রব্বানী ফিরোজ বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু আইনগত বিষয় নয়, এটি সামাজিক ও নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে পিরোজপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বাবু, সিনিয়র সাংবাদিক খেলাফত হোসেন খসরু সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই প্রেস ব্রিফিং বাস্তবায়ন করে বিএনএনআরসি।

“স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (TFGBV) অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট” শীর্ষক প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয়, যা সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)-এর একটি কর্মসূচির অংশ।

অনুষ্ঠানে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে অবদানের স্বীকৃতি হিসেবে ১৪ জন সমাজকর্মীকে সনদপত্র প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!