ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

নীল অন্তর্বাসে মঞ্চে নেহা, ছবি ঘিরে বিতর্ক!

কালের সমাজ বিনোদন জেস্ক জুলাই ৮, ২০২৫, ১১:৫৫ এএম নীল অন্তর্বাসে মঞ্চে নেহা, ছবি ঘিরে বিতর্ক!

নেহাও যে এত সস্তা প্রচারের পথে পা বাড়াবেন ভাবতেও পারেননি কেউ। নিজেই আবার সেই ছবি ভাগ করে নিয়েছেন গায়িকা।

 

নেহা কক্করের কি বুদ্ধিনাশ হয়েছে? বলিউডের অন্দরে তেমনই ফিসফাস! মার্চ মাসে মেলবোর্নে অনুষ্ঠান করতে গিয়ে একপ্রস্ত কেলেঙ্কারি করেছেন। নির্দিষ্ট সময় না পৌঁছনোয় তাঁকে মঞ্চে অনুষ্ঠান করতে দেননি আয়োজকরা। এ বার উদ্ভট পোশাকে মঞ্চে উঠলেন গায়িকা। সাদা জামার উপর নীল অন্তর্বাস পরা সেই ছবি আবার নিজের সমাজমাধ্যমে ভাগও করে নিয়েছেন নেহা। তার পরই কটাক্ষ, ধিক্কার ধেয়ে এসেছে তাঁর দিকে।

 

সত্যিই কি নেহার মতিভ্রম হয়েছে? ভাগ করে নেওয়া ছবিতে দেখা গিয়েছে, একটি সাদা খাটো জামার উপর নীল সাধারণ অন্তর্বাস পরেছেন তিনি। নিম্নাঙ্গে একটি ধূসর রঙের ঢিলেঢালা ট্র্যাক প্যান্ট। তার ভিতর থেকে উঁকি দিচ্ছে আরও একটি ট্র্যাক প্যান্ট, সেটি আবার অন্তর্বাসের সঙ্গে রং মিলিয়ে নীল! এক হাতে মাইক্রোফোন, অন্য হাতে একটি লাবুবু পুতুল।

 

নেহার চেহারা এমনই অস্বস্তিজনক ঠেকেছে যে চুপ থাকতে পারেননি নেটাগরিকেরা। কেউ লিখেছেন, “এমন কুরুচিকর সাজলেন কেন নেহা!” কারও মতে, “তিনি যা করেছেন জেনে বুঝেই করেছেন।” নেহার চেহারা দেখে অনেকেই ‘সুপারম্যান’ বা ‘ফ্যান্টম’ (অরণ্যদেব)-এর কথা মনে করেছেন। যদিও তাদের সুঠাম শরীরে পোশাক ছিল আঁটসাঁট। তাই, তার একটা আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। নেহা যেন কোনও কিছুই করে উঠতে পারেননি।

 

অনেকে ‘দ্য ট্রেইজার্স’-এ এলনাজ় নওরোজির প্রসঙ্গও তুলেছেন। তাঁদের যুক্তি, তিনিও এ রকমই কিছু পরেছিলেন। কিন্তু সেখানে রুচির ছাপ ছিল। নেহা প্রচার কাড়তে ভীষণ সস্তা পথে হেঁটেছেন। তাঁর পোশাকে কোনও রুচির ছাপ নেই।

 

কালের সমাজ/ আ.ব./ সাএ

 

 

Side banner
Link copied!