ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, অফিস চালু থাকবে আগের দুই শনিবার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক মে ৭, ২০২৫, ০২:৩৯ পিএম ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, অফিস চালু থাকবে আগের দুই শনিবার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির মেয়াদ বাড়িয়েছে সরকার। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ ও ১২ জুন (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ঈদের আগে অফিসের কার্যক্রম সচল রাখতে ১৭ ও ২৪ মে—এই দুই শনিবার অফিস খোলা থাকবে।


বুধবার (৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, ছুটির সময় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। তবে গুরুত্বপূর্ণ ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক, জ্বালানি সরবরাহসহ সংশ্লিষ্ট কর্মী ও যানবাহন এই ছুটির আওতায় পড়বে না।


এছাড়া চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, কর্মী এবং ওষুধ ও সরঞ্জাম বহনকারী যানবাহনও স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাবে।


ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক, এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।


এই উদ্যোগের ফলে একদিকে যেমন ঈদের আগে কাজের গতি বজায় থাকবে, অন্যদিকে জনগণের জরুরি সেবা নিশ্চিত করা যাবে।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner