ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক: ট্রাম্প

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক মে ৭, ২০২৫, ১১:৩২ এএম পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক: ট্রাম্প

পাকিস্তান ভূখণ্ডের ছয়টি অঞ্চলে ভারতের মধ্যরাতের সশস্ত্র হামলায় সর্বশেষ অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দু’দেশের মধ্যে এমন যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানে এমন হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি।’


তিনি আরও বলেন, ‘দু’দেশের উত্তেজনাকর পরিস্থিতির ওপর ভিত্তি করে মানুষ ধারণা করছিল যে কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক ধরে  লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।’


পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, পাল্টা জবাবে তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং একটি ব্রিগেড সদর দপ্তর ও একটি চেকপোস্ট গুঁড়িয়ে দিয়েছে তাদের সামরিক বাহিনী।


তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের দাবিও করেন তিনি।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner