অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন। মঙ্গলবার (৬ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা শুরু হয়।
সভায় রাষ্ট্র পরিচালনার সর্বশেষ পরিস্থিতি, রাজনৈতিক সংলাপের অগ্রগতি এবং নির্বাচনকালীন প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সভায় গৃহীত সিদ্ধান্ত ও আলোচনার বিস্তারিত তুলে ধরতে বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের অবস্থান, সম্ভাব্য আইনগত পরিবর্তন ও রাজনৈতিক সংলাপের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার নানা রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে সংলাপে ব্যস্ত সময় পার করছে।
কালের সমাজ//এ.সং//র.ন
আপনার মতামত লিখুন :