পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ২১ মে থেকে। ওইদিন বিক্রি হবে ৩১ মে’র টিকিট।
রেল ভবনে রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয়, যাত্রীদের সুবিধার্থে ধাপে ধাপে টিকিট ইস্যু করা হবে।
অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি:
২১ মে: ৩১ মে’র টিকিট
২২ মে: ১ জুন
২৩ মে: ২ জুন
২৪ মে: ৩ জুন
২৫ মে: ৪ জুন
২৬ মে: ৫ জুন
২৭ মে: ৬ জুন
ফিরতি যাত্রার টিকিট:
৩০ মে: ৯ জুন
৩১ মে: ১০ জুন
১ জুন: ১১ জুন
২ জুন: ১২ জুন
৩ জুন: ১৩ জুন
৪ জুন: ১৪ জুন
৫ জুন: ১৫ জুন
পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে ইস্যু করা হবে। ঈদযাত্রার সব টিকিটই অনলাইনে সংগ্রহ করতে হবে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ৭ ও ৮ জুনের টিকিট বিক্রির দিন পরবর্তীতে জানানো হবে। আগামী ৭ বা ৮ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কালের সমাজ//এ.সং//র.ন
আপনার মতামত লিখুন :