ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

স্বাধীনতা-সার্বভৌমত্বে আপোষহীন থাকবে জামায়াত: ডা. তাহের

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২৫, ০৬:৫৫ পিএম স্বাধীনতা-সার্বভৌমত্বে আপোষহীন থাকবে জামায়াত: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত কোনো আপোষ করবে না। তিনি বলেন, "ভারতের আধিপত্যে আমরা ভীত নই। মিসাইল ছুঁড়লে আমরা তা ফিরিয়ে দেব।"


শনিবার সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, সন্ত্রাসের জায়গা এখানে নেই। জামায়াত দুর্নীতিমুক্ত দল, সব নাগরিকের অধিকার নিশ্চিত করাই তাদের অঙ্গীকার।


তিনি আরও বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি। এবার জামায়াতকে সুযোগ দিন। ব্যর্থ হলে জাতি আমাদের প্রত্যাখ্যান করুক।


সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


কালের সমাজ//এসং//র.ন

Side banner