অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচি আজ শুক্রবার বাদ জুমা আরও বড় পরিসরে রূপ নিচ্ছে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেখানে বড় জমায়েতের ডাক দিয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ থেকে দেওয়া ঘোষণায় হাসনাত বলেন, “ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণ শুরু হয়েছে। বাদ জুমায় সেখানে জনসমুদ্র হবে। আজ স্পষ্ট হবে— জনগণ কার পক্ষে, কার বিপক্ষে।”
সংবাদ সম্মেলনে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে জমায়েতে যোগ দেওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার রাত থেকে যমুনার সামনে একে একে উপস্থিত হন নানা রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা।
রাত ১টার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলাম,রাত দেড়টার দিকে এবি পার্টি,রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা ।
শুক্রবার সকাল ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা নেতাকর্মীদের অংশগ্রহণ ঘটে।
জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “যারা অন্তর্বর্তী সরকার গঠন করেছিল, তারাই আজ আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে। দুপুরের আগেই সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে।”
এই আন্দোলন শুরু হয় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে। পরে সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ছাত্রনেতারাও যোগ দেন। আন্দোলনের মূল দাবি— আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ও জুলাই অভ্যুত্থানে দলটির বিচার নিশ্চিত করা।
এই জমায়েত ঘিরে যমুনা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে এখনো কোনো কড়া প্রতিক্রিয়া আসেনি, তবে গোয়েন্দা পর্যবেক্ষণ চলছে বলে জানা গেছে।
কালের সামজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :