ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ দিনের ছুটি

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২৫, ০৭:২৩ পিএম ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ দিনের ছুটি

চলতি বছরের ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে টানা ১৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ছুটি শুরু হবে আগামী ১ জুন থেকে এবং শেষ হবে ১৯ জুন।


ঈদের ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশও যুক্ত হওয়ায় এই দীর্ঘ বিরতি দেওয়া হচ্ছে। তবে, শিক্ষা কার্যক্রমে গতি ধরে রাখতে এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে ঈদের আগের দুটি শনিবার—১৭ মে ও ২৪ মে—সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


এছাড়া, সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ছুটি শুরু হবে ৩ জুন থেকে এবং চলবে ১২ জুন পর্যন্ত। ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।


শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, দাপ্তরিক কার্যক্রম সচল রাখতে উল্লিখিত দুই শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসও খোলা থাকবে।


এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে বন্ধ থাকবে ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।


কালের সমাজ//এসং//র.ন

Side banner