ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

কালের সমাজ | ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি মে ১০, ২০২৫, ০৮:৫৫ পিএম ইসলামী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার (১০ মে) বিকাল সাড়ে ৩টায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বটতলা প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করেন তারা।


মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং পাশ্ববর্তী শেখপাড়া সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।


সমাবেশে শিক্ষার্থীদের মুখে নানা স্লোগান ছিল লক্ষ্যণীয়— “ব্যান ব্যান, আওয়ামী লীগ”, “একটা দুইটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”, “ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর”, “আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই”, “দড়ি লাগলে দড়ি নে, আওয়ামী লীগের ফাঁসি দে”— এসব স্লোগানে মুখর ছিল পুরো ক্যাম্পাস।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, “৮ মাস পরেও আন্দোলনে নামতে হচ্ছে। আমাদের ধৈর্য ধরে এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। জুলাইয়ের আন্দোলনে আমরা এক ছিলাম। এখন যারা নমনীয়তা দেখাচ্ছেন, আশা করি তারাও আবার আমাদের সঙ্গে এক হবেন।” তিনি আরও বলেন, “৫ আগস্ট আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।”


শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।


কালের সমাজ//এসং//র.ন

Side banner