বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) সকাল সাড়ে ৮টায় গোয়ালন্দ উপজেলার বাহিরচর দৌলতদিয়া সাত্তার মেম্বারের পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুল মোল্লার ছেলে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গোয়ালন্দ মোড়ে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় ছাত্রনেতা জিসান খান একটি মামলা দায়ের করেন। তদন্তে মোহাম্মদ আলী মোল্লার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :