ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

গুলিস্তানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ২৬, ২০২৫, ০৬:২৭ পিএম গুলিস্তানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে ভবনটির অষ্টম তলার ছাদে থাকা একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই—বিকেল ৫টা ৩৩ মিনিটে—প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

উপরের তলায় গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। আগুন থেকে নির্গত ঘন কালো ধোঁয়ায় গুলিস্তান ও জিরো পয়েন্টের আশপাশের এলাকা ঢেকে যায়। এতে ভবনের নিচতলায় থাকা দোকানদার ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা তড়িঘড়ি করে ভবন ছেড়ে বেরিয়ে যান।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকা ও রাস্তায় অতিরিক্ত মানুষের ভিড়ের কারণে শুরুতে পানির উৎস পেতে কিছুটা সমস্যা হয়। তবে আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এ পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিকেল পৌনে ৬টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। নিরাপত্তার স্বার্থে আশপাশের ভবনগুলো থেকে মানুষজনকে সরিয়ে নিরাপদ দূরত্বে রাখা হচ্ছে।

 

Side banner
Link copied!