ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ

কালের সমাজ ডেস্ক | জানুয়ারি ১৮, ২০২৫, ০৪:৪৯ পিএম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ

চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি ও বিএসএফ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ভারতীয়রা সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে বিএসএফ বাংলাদেশিদের ওপর গুলি চালিয়ে তাদের আটক করার চেষ্টা করে।

 

 

কালের সমাজ/এ.জে

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!