ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
ফরিদপুরে

ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ইযাজুল হক শতাব্দী, ফরিদপুর সদর প্রতিনিধি মার্চ ১১, ২০২৫, ১১:৪৪ পিএম ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলমান ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে গতকাল বিক্ষোভ করেছেন ফরিদপুরের সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা। 

মঙ্গলবার (১১ মার্চ  )সকাল ১০টায় ফরিদপুর শহরের ঝিলটুলি প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু করে দুপুর সাড়ে ১২ পর্যন্ত তাদের এই বিক্ষোভ সমাবেশ পরিচালিত হয়। এসময় তারা নানা প্রতিবাদী স্লোগান ও বক্তব্য প্রদানের মাধ্যমে তাদের কর্মসূচি পালন করেন। একে একে বক্তব্য দেন ফরিদপুরের বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের সাধারণ জনগণ। 

বক্তব্যের এক পর্যায়ে রূপান্তর ম্যাগাজিনের সম্পাদক এস এম নুর ইসলাম বলেন, ‍‍`বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে গড়তে হলে অনতিবিলম্বে ধর্ষণ বন্ধ করতে হবে এবং সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া পরিচালনা করে অপরাধীদেরকে শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে‍‍`। এসময়  তিনি আরো বলেন, প্রশাসনকে এবিষয়ে আরো বেশি সতর্ক হতে হবে এবং সমস্যার মূল উদঘাটন করে তা উপড়ে ফেলতে হবে।ধর্ষককে দমন নয় নির্মূল করতে হবে‍‍`। আন্দোলনে উপস্থিত বেশ কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা তনু থেকে আছিয়া পর্যন্ত দেশে সংগঠিত সকল ধর্ষণের সুষ্ঠু বিচার চান এবং দেশের সকল নারী ও শিশু যাতে নিরাপদে বাঁচতে পারে সে দাবি জানান। মূলত ধর্ষণ শুধু একটি মেয়ের জীবনই নষ্ট করেনা বরং এটি তার পরিবার তথা গোটা সমাজকেই কুলষিত করে দেয়। তাই ধর্ষকের বিচারের দাবি জানানো ও ধর্ষণের প্রতিবাদ করা আমাদের মানবিক দায়িত্ব এবং এটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে তারা মনে করেন।

গতবছর (২০২৪ সালে) সারাদেশে ধর্ষণের শিকার কন্যাশিশু ও নারীর সংখ্যা ছিলো ৫১৬ জন। এদিকে ২০২৫ সালের প্রথম দুই মাসেই (জানুয়ারি ও ফেব্রুয়ারি) ৯৭ জন কন্যাশিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছে। যা এখন শুধু সামাজিক ব্যাধিই নয়, বরং বর্তমানে এটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ, সহিংসতা ও সাইবার হয়রানির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে দেশের সর্বস্তরের সাধারণ জনগণ। যার ধারাবাহিকতায় গতকাল ১১ই মার্চ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট ও ধর্ষণ পরিস্থিতি বিবেচনায় ফরিদপুরের সাধারণ শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণের উদ্যোগে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এই জোরালো প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে ফরিদপুরে গত দুইমাস আগে ধর্ষণের শিকার হওয়া শিশুকন্যা আছিয়ার মাসহ সর্বস্তরের সাধারণ জনগণ এবং ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। আছিয়াদের বাড়ি ফরিদপুরের পরমানন্দপুর বাজারের পাশে। আছিয়ার মা কান্না বিজড়িত কণ্ঠে তার শিশুকন্যা ধর্ষণের বিচার দাবি করেন। 

ফরিদপুরের সর্বস্তরের জনতার ডাকা এই মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখাও, একাত্মতা প্রকাশ করেছে।


একুশে সংবাদ//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!