ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
ফাউন্ডেশন ট্রেইনিং ফর অফিসার্স এন্ড স্টাফ

চুয়েটে শীর্ষক ট্রেইনিং অনুষ্ঠিত

চুয়েট প্রতিনিধি মার্চ ১৮, ২০২৫, ০৫:১৯ পিএম চুয়েটে শীর্ষক ট্রেইনিং অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “ফাউন্ডেশন ট্রেইনিং ফর অফিসার্স এন্ড স্টাফ” শীষর্ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ১.৩০ ঘটিকায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত “ফাউন্ডেশন ট্রেইনিং ফর অফিসার্স এন্ড স্টাফ” শীষর্ক প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, কম্পট্রোলার জনাব মোঃ শফিকুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার (পারসোনাল প্রসাশন) জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, ডেপুটি কম্পট্রোলার জনাব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, ডেপুটি কম্পট্রোলার জনাব মোহাম্মদ ইউছুপ, আইআইসিটি এর সিস্টেম এনালাইসিস্ট জনাব মোঃ তৌহিদুর রহমান এবং সহকারী রেজিস্ট্রার (পারসোনাল প্রসাশন) জনাব হায়াত আলী। অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে ট্রেইনিংয়ে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। 

সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার জনাব মোঃ ইমরান হোসেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরন করা হয়। 

 


কালের সমাজ// এ.জে

Side banner
Link copied!