কক্সবাজারের টেকনাফে নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্য মোহাম্মদ বিল্লাহ হোসেনের মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাট সংলগ্ন সাগর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে বিজিবি।
মরদেহ উদ্ধার হওয়া বিজিবি সদস্যের নাম মোহাম্মদ বিল্লাহ হোসেন (২৮)। তিনি বিজিবির শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, দুপুরের দিকে শাহপরীর দ্বীপের সাগরে ভাসমান অবস্থায় বিজিবি সদস্যের মরদেহ পাওয়া যায়। পরে তা উদ্ধার করা হয়।
স্থানীয় শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, রোববার দুপুরে শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে জেলেরা মাছ ধরার সময় মরদেহটি দেখতে পান। তারা বিজিবিকে খবর দিলে, বিজিবি এসে মরদেহ উদ্ধার করে।
গত শুক্রবার (২২ মার্চ) মধ্যরাতে, শাহপরীর দ্বীপের পশ্চিমে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় রোহিঙ্গাবাহী একটি ট্রলার ডুবে যায়।
এ ঘটনায়:২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। বিজিবি সদস্য মোহাম্মদ বিল্লাহ হোসেন নিখোঁজ হন, যার মরদেহ আজ উদ্ধার করা হলো।
এখনও কতজন নিখোঁজ আছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে নাফ নদী ও সাগরের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :