রাজবাড়ীতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ২৫শে মার্চ সন্ধ্যায় পৌরসভার কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামী আমীর ও কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য এ্যাডঃ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি এ্যাডঃ জাহাঙ্গীর আলম জাহিদ, বাংলাদেশ ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রাটারী মাওলানা কারী আবু ইউসুফ, জেলা ইমাম কমিটির সেক্রেটারী মাওলানা মোফাজ্জল হোসেন, বাংলাদেশ খেলাফতে মজলিশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস আলী মোল্লা, জেলা জিয়া পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ আব্দুল গফূর, রাজবাড়ী গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ শরীফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সৈয়দ আহম্মেদ।
সভাপতির বক্তব্য জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় সূরা কমিটির সদস্য এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম বলেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া দীর্ঘদিন পর আমরা এভাবে একত্রিত হয়ে ইফতার করতে পারছি। জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি।যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। স্বাধীনতার পর থেকে যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে গুম হয়েছে,খুন হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত পরিবেশ বজায় রাখতে আমরা সচেষ্ট থাকবো। যে ফ্যাসিস্ট সরকার হাজার হাজার ছাত্র জনতাকে খুন করেছে সেই ফ্যাসিস্টদের এ বাংলায় বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেকটি হত্যাকান্ডের সুষ্ঠু বিচার করতে হবে।
আসুন আমরা একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক যেখানে অন্যায় থাকবে না,শোষন থাকবেনা। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে একটি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য কাজ করছে।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :